WELCOME TO BARIK MEAH (M.L.) HIGH SCHOOL

WELCOME TO BARIK MEAH (M.L.) HIGH SCHOOL




চট্টগ্রাম মহানগরের প্রাণ কেন্দ্রে বন্দরের পাশে অবস্থিত বারিক মিঞা বহুমুখী উচ্চ বিদ্যালয়, অত্র এলাকার অশিক্ষা, দারিদ্রতা, অজ্ঞতা থেকে জাতিকে আলোকিত করতে, মহানুভব দানশীল ব্যক্তিবর্গ, স্থানীয় শিক্ষানুরাগী মরহুম আব্দুল বারিক মিঞা ও এলাকার জনসাধারণের মহতী উদ্যোগে ১৯৪৬ সালে গোসাইলডাঙ্গা এলাকায় বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। যারা, শ্রম, মেধা ও অর্থ দিয়ে সুদূর প্রসারী পরিকল্পনা গ্রহণ করে বিদ্যালয়টি গড়ে তুলেছিলেন বিদ্যালয় পরিচালনা পরিষদ ও শিক্ষক মন্ডলীর পক্ষে আমি সেই মহান শিক্ষানুরাগীদের ধন্যবাদ দিয়ে শুধু ক্ষান্ত হতে চাই না, সাথে সাথে কৃতজ্ঞতাও জানাই। একটি সফল শিক্ষা প্রতিষ্ঠান কুসংস্কার, অজ্ঞতা ও অনৈতকতা থেকে সমাজ তথা জাতিকে রক্ষার জন্য আলোক বর্তিকার ভূমিকা পালন করতে পারে। বারিক শিঞা বহুমুখী উচ্চ বিদ্যালয়, বন্দর, চট্টগ্রাম শিক্ষা বিস্তারে  ৮০ বছর ধরে সেই চেষ্টা চালিয়ে যাচ্ছে। শ্রেণী কার্যক্রমের পাশাপাশি প্রতিষ্ঠানটি ছাত্র—ছাত্রীদের কল্যাণে সুবৃহৎ পাঠাগার ও কম্পিউটার ল্যাব প্রতিষ্ঠা করেছে। এছাড়া আধুনিক যুগের চাহিদানুসারে ইতিমধ্যে বিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইট, ওয়াই—ফাই জোন ও  অনলাইন এর ব্যবস্থা করা হয়েছে। চট্টগ্রাম শিক্ষা বোর্ড এর নির্দেশনা ও সহযোগিতায় প্রতিষ্ঠা হয়েছে বোর্ড ওয়েব সাইট। বর্তমান সরকার শিক্ষাবান্ধব, শিক্ষার সার্বিক উন্নয়নে কাজ করছে। শিক্ষা ব্যবস্থায় ইলেক্ট্রনিক উপকরণ ব্যবহার সরকারের বিশ্বের সাথে টিকে থাকার যুগান্তকারী সিদ্ধান্ত। তারই ধারাবাহিকতায়, শিক্ষা পদ্ধতিতে সংযুক্ত হয়েছে মাল্টিমিডিয়া ক্লাশ, শ্রেণী কার্যক্রম, ছাত্র—ছাত্রীদের উপস্থিতি, ফলাফল থেকে শুরু করে সকল তথ্য আদান—প্রদান এর ব্যবস্থা হিসাবে চালু করা হয়েছে বিদ্যালয়ের নতুন ওয়েব সাইট। আমাদের বিদ্যালয় ’ বারিক মিঞা বহুমুখী উচ্চ বিদ্যালয়’ এ অগ্রযাত্রার অংশগ্রহণ করতে পেরে আনন্দিত। বিদ্যালয়ের নতুন ওয়েব সাইট এর মাধ্যমে শিক্ষা কার্য্যক্রমের তথ্যাবলী নিয়মিত ইনপুট করা যাবে।  আমরা আশা করি করি এ মহতী উদ্যোগ শিক্ষার গুণগত মান বৃদ্ধিতে সহায়ক হবে।


মাইমুনর রশিদ

প্রধান শিক্ষক

বারিক মিঞা বহুমুখী উচ্চ বিদ্যালয়

KNOWLEDGE IS POWER